iRemoval Pro iCloud Bypass With SIM (iPhone X)

Service iCloud Bypass With SIM
Price 4650TK BDT
Delivery 30 Minutes - 1 Hours

টুল ডাউনলোড লিংক এবং টিউটোরিয়ালঃ

  1. প্রথমে, অফিসিয়াল সাইট থেকে iRemoval Pro Tool ডাউনলোড করে নিন।
  2. তার পর টুল টি ওপেন করুন। ওপেন করার পর আপনি নিচে দেখানো ইন্টারফেস দেখতে পাবেন। iRemoval Tool UI
  3. এখন iRa1n এ ক্লিক করুন। iRemoval iRa1n
  4. iRa1n ওপেন হওয়ার পর আপনি নিচের দেখানো ইন্টারফেস দেখতে পারবেন। iRemoval iRa1n UI
  5. এখন আপনি Options এ ক্লিক করুন তারপর Allow untested iOS/iPadOS/TvOS versions এ টিক দিন। তারপর Back বাটন এ ক্লিক করে iRa1n এর মেইন পেইজে ফিরে আসুন। iRemoval iRa1n Options Tick mark on untested iOS
  6. এখন আপনার iPhone টিকে নরমাল মোড এ কম্পিউটারে কানেক্ট করুন। তারপর Start বাটন এ ক্লিক করুন। iRemoval iRa1n Start Button iRemoval iRa1n Next Button
  7. এই পর্যায়ে Start বাটন ক্লিক করুন। তার পর স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুসরণ করুন। Ready For Jailbreak
  8. আপনার iPhone টি Jailbreak হচ্ছে। Jailbreaking
  9. আপনার iPhone টি সফল ভাবে Jailbreak হয়ে গেলে All Done লেখা দেখতে পারবেন। Jailbreaking Done
  10. আপনার iPhone টি সফল ভাবে Jailbreak হওয়ার পর iPhone থেকে USB Cable খুলে আবার সংযোগ করুন। পুনরায় আপনার iPhoneটি কে কম্পিউটারে সংযোগ করার সাথে সাথে আপনি আপনার iPhone এর Model, iOS, Service, Serial এবং IMEI Number দেখতে পাবেন। সেই সাথে আপনার এই ডিভিসিটি যদি এই টুলে সাপোর্ট থাকে তাহলে আপনি "Your device is supported for MEID/GSM SIGNAL bypass!" মেসেজ দেখতে পাবেন। Reconnect device done Device Supported
  11. উপরে দেখানো তথ্য থেকে Serial নাম্বারটি কপি করুন। Serial নাম্বারটি কপি করার পর উপরে আমাদের সাবমিট ইনপুট ফিল্ডে পেস্ট করুন। Past Serial Number
  12. Serial নাম্বারটি পেস্ট করার পর Pay and Submit বাটন এ ক্লিক করুন। Submit Serial Number
  13. Pay and Submit বাটন এ ক্লিক করার সাথে সাথে আমাদের এই সার্ভিসটির ফী পরিশোধ করার জন্য আপনাকে বিকাশ এর পেমেন্ট গেটওয়ে তে নিয়ে যাওয়া হবে। তারপর আপনার বিকাশ এর তথ্য দিয়ে আমাদের এই সার্ভিসটির পেমেন্ট সম্পন্ন করুন। Bkash Payment System
  14. আপনার পেমেন্ট সম্পন্ন হওয়ার সাথে সাথে আপনার সার্ভিসটি আপনার ড্যাশবোর্ডে যোগ হয়ে যাবে এবং এটি পেন্ডিং অবস্থায় থাকবে। আপনার সার্ভিসটি সম্পন্ন হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে। Your service is pending
  15. আপনার সার্ভিসটি সফল ভাবে সম্পন্ন হয়ে গেলে Success বাটন দেখতে পারবেন। Your Device SN is Registered
  16. এখন পুনরায় টুলটি ওপেন করুন তারপর কম্পিউটার থেকে আপনার iPhone টি ডিসকানেক্ট করে আবার কানেক্ট করুন। তারপর একটিভ বাটন এ ক্লিক করুন। iRemoval Pro Active Device
  17. এই পর্যায়ে আপনার ডিভাইসটি একটিভ হতে কয়েক সেকেন্ড সময় লাগবে। আপনার ডিভাইসটি সফল ভাবে একটিভ হলে আপনি সাকসেস মেসেজ দেখতে পাবেন। Device Active Successfully