Refund Policy

বক্স, ডঙ্গল, টুল এক্টিভেশন এবং ক্রেডিট

[*] আপনি আমাদের এই সাইট থেকে কোনো টুল এক্টিভেশন করেছেন অথবা কোনো টুলের ক্রেডিট নিয়েছেন কিন্তু কিছু দিন পর ওই টুলের সার্ভার বন্ধ হয়ে গিয়েছে, তাহলেও আপনি আমাদের থেকে কোনো প্রকার রিফান্ড পাবেন না।

[*] SN বা User Name বা Email ভুল সাবমিট দেওযার পর সার্ভিস স্ট্যাটাস Success আসে তাহলে আপনি রিফান্ড পাবেন না আর যদি সার্ভিস স্ট্যাটাস Reject আসে তাহলে আপনি রিফান্ড পাবেন।

[*] এছাড়াও যদি আপনি SN বা User Name বা Email সঠিক সাবমিট দিয়েছেন কিন্তু সার্ভিস স্ট্যাটাস Reject এসেছে তাহলেও আপনি রিফান্ড পাবেন।

ফার্মওয়্যার (ফ্ল্যাশ ফাইল)

ফার্মওয়্যার এর ক্ষেত্রে কোনো রিফান্ড হবে না। কারণ আমাদের এই সাইটের বেশিরভাগ ফার্মওয়্যার গুলো অর্জিনিয়াল এবং টেস্টেড। তাই আপনি আপনার নিজ দায়িত্বে আমাদের এই সাইট থেকে ফার্মওয়্যার ডাউনলোড করবেন।